দাবি পূরণের প্রতিশ্রুতি সত্ত্বেও শ্রমিকদের কর্মসূচি ঘোষণার অডিও ফাঁস

246

ঢাকা: দাবি পূরণের আশ্বাস দিয়ে গার্মেন্টস শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়। বেতন কাঠামোতে কোনো অসঙ্গতি থাকলে তা চলতি মাসেই সমাধানের প্রতিশ্রুতি দেয়া হয়। মঙ্গলবার সরকার-মালিক-শ্রমিকের ত্রিপক্ষীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এসব প্রতিশ্রুতি সত্ত্বেও জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে শ্রমিকরা। সম্প্রতি এ বিষয়ে একটি অডিও ফাঁস হয়েছে। অডিওতে যা বলা হয়েছে:

১ম ব্যক্তি: হ্যাঁ ইসমাইল ভাই
২য় ব্যক্তি: হ্যাঁ
১ম ব্যক্তি: সাভারে যে একজন গার্মেন্ট শ্রমিক মারা গেছে এবং অনেকে আহত হয়েছে শুনছেন?
২য় ব্যক্তি: হ্যাঁ শুনছি
১ম ব্যক্তি: এর পরিপ্রেক্ষিতে আমরা ওই যে মিশু আফা ফোন করল, লিমা আপা ফোন করল, আগামীকাল চারটায় আমাদের মিটিং ছিল তো? 
২য় ব্যক্তি: হ্যাঁ
১ম ব্যক্তি: সাড়ে তিনটায় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। সেক্ষেত্রে সবাই তাদের সমর্থন দিয়ে জমায়েত করা ওইটা শেষে মিটিং। এরকম একটা প্রস্তাবনা আসছে। আমি একমত হইছি।
২য় ব্যক্তি: আমিও একমত।
১ম ব্যক্তি: হ্যাঁ। তাহলে কাল (আজ) সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আপনাদের সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী হাজির হবেন, চাঁদা নিয়ে আসবেন। ঠিক আছে?
২য় ব্যক্তি: আর বাকিদের বেশি করে লোক আনতে বলবেন
১ম ব্যক্তি: হ্যাঁ আমি বলে দিচ্ছি সবাইকে
২য় ব্যক্তি: ওকে

Leave A Reply

Your email address will not be published.