২৪ মন্ত্রীর শপথ গ্রহণ সম্পন্ন

296

ঢাকা: শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের ২৪ জন পূর্ণ মন্ত্রী।

সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে এই শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৩টা ৪৫ মিনিটে তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে শপথ গ্রহণ করেন তিনি।

রবিবার প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ঘোষিত তালিকা অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.