মন্ত্রিত্ব হারিয়ে বিদায় বেলায় যা বললেন নাহিদ

224

ঢাকা: এবারের মন্ত্রিসভায় নতুন মুখের প্রাধান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার প্রভাব বলে মনে করেন বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার বিদায় বেলায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নতুনদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এটা তার দূরদর্শিতা এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে (প্রধানমন্ত্রী) এবং সকল নতুন মন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি।

ভবিষ্যতেও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যাওয়া প্রতিশ্রুতি ব্যক্ত করেন নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আমাদের যে লক্ষ্যে নিয়ে যাবেন, সেই লক্ষ্যে যাওয়ার জন্য যে যেখানেই থাকি; যার যার মতো কাজ করে যাবো।’

শিক্ষামন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ডা. দীপু মনির প্রশংসাও করেন তিনি। মন্ত্রী বলেন, ‘ডা. দীপু মনি উচ্চ শিক্ষিত। তিনি আইনেও শিক্ষা লাভ করেছেন, আবার ডাক্তারও; যার ফলে তার জ্ঞান শিক্ষা খুবই উচ্চমানের। তিনি খুবই মার্জিত ও ভদ্র। তাকে মানুষ হিসেবে আমি খুবই পছন্দ করি। আমার সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ট। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। আমি খুবই খুশি যে তিনি এখানে দায়িত্ব নিয়ে আসছেন। আশা করছি এই মন্ত্রণালয়কে তিনি আরো উচ্চমানে নিয়ে যাবেন।’

Leave A Reply

Your email address will not be published.