মন্ত্রীর পদমর্যাদার যে পদ পাচ্ছেন সালমান এফ রহমান

300

ঢাকা: সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। এর মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এবং বাকি ৪৬ জনের মধ্যে ২৪ জন মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এদিকে বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এমপি পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পাচ্ছেন। আজ সোমবার এ বিষয়ে সরকারি আদেশ জারি হতে পারে। বর্তমানে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পদে নিয়োজিত আছেন।

সালমান এফ রহমান প্রথমবারের মতো ঢাকা-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।

Leave A Reply

Your email address will not be published.