সিডনিতে ‘পিংক টেস্ট’

326

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট ব্যাট-বলের লড়াই চলছে। আর তার সঙ্গেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আবেগ আর মন খারাপ করে দেওয়া বিষণ্ণতা। টেস্ট ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা পেসার গ্লেন ম্যাকগ্রার প্রয়াত স্ত্রী জেনের স্মৃতিতে এসসিজি টেস্টের তৃতীয় দিনটি চিরাচরিত ভাবেই ‘জেন ম্যাকগ্রা ডে’।

এই বিশেষ দিনটিতে সিডনিতে খেলা দেখতে আসা ক্রিকেট ভক্তদের গায়ে কিছু না কিছু থাকেই, যার রং গোলাপি। এসসিজিতে নারীদরে দর্শকাসনের নাম এই একটি দিনের জন্য হয়ে যায় ‘জেন ম্যাকগ্রা স্ট্যান্ড’। 
শনিবার চলতি বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা চলার সময় দু’দলের ক্রিকেটাররাও গোলাপি রংয়ের এমব্লেম পরে রইলেন। সিডনির পুলিশ বিভাগের কর্মীরাও এদিনকার মতো নীল রংয়ের টুপি ছেড়ে মাথায় তুললেন গোলাপি রঙা টুপি।শনিবার দিনের খেলা শুরু হওয়ার আগে ভারত ও অস্ট্রেলিয়া— দু’দলের ক্রিকেটাররাই গ্লেন ম্যাকগ্রার হাতে তুলে দিলেন গোলাপি রংয়ের টুপি। সাবেক অজি পেসারের স্ত্রী বিয়োগের পর টানা ১১ বছর ধরে এই প্রথাই চলে আসছে। ম্যাকগ্রা বলছেন, এটা যে ধারাবাহিক একটা রীতি হয়ে যাবে তা তিনি নিজেও ভাবেননি। আনন্দবাজার।

Leave A Reply

Your email address will not be published.