মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেলেন যারা

316

ঢাকা: মন্ত্রীসভায় যোগদানের জন্য এরই মধ্যে আওয়ামীলীগ সংসদ সদস্যরা ফোন পাওয়া শুরু করেছেন। নতুন সরকারের মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ জন।এর মধ্যে ২৪ জন মন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 

মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদের ফোন পেয়েছে যারা-ওবায়দুল কাদের, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, জাহিদ আহসান রাসেল, গাজী গোলাম দস্তগীর, সাহাব উদ্দিন, জুনায়েদ আহমেদ পলক, টিপু মুন্সি, বীর বাহাদুর উশৈ সিং, আব্দুর রাজ্জাক, দিপু মনি, সাভারের এনামুর রহমান, এম এ মান্নান, সাধন চন্দ্র মজুমদার, আ হ ম মোস্তফা কামাল, শাহরিয়ার আলম, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মতিয়া চৌধুরী, তাজুল ইসলাম, কামাল মজুমদার, খালিদ মাহমুদ চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নসরুল হামিদ বিপু,  আ ক ম মোজ্জামেল হক,  মোহাম্মদ শাহবুদ্দিন, ইমরান আহমেদ চৌধুরী, মোস্তাফা জব্বার।

টেকনোক্র্যাট শাখায় বঙ্গভবনে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার।  

বিকেলে সবার নাম ঘোষণা করবে মন্ত্রী পরিষদ সচিব সূত্র বলেছে। প্রথম সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে। সঙ্গে থাকছে তাদের পোর্টফোলিও (দফতর বণ্টন)।  

আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

এদিকে নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড়ের মধ্যে নতুন সদস্যদের জন্য ৩২টি গাড়ি প্রস্তুত করে রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর।

পরিবহন কমিশনার সৈয়দ আবদুল মমিন জানান, মন্ত্রিসভার নির্দেশনায় তারা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন।

একেবারে নতুন যারা আসছেন তাদের জন্য নতুন করে গাড়ি বরাদ্দ দেওয়া হচ্ছে। আর পুরনোদের মধ্য থেকে যারা আসবেন তারা আগের গাড়িই ব্যবহার করবেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বিরোধী দলে থাকছে জাতীয় পার্টি।

Leave A Reply

Your email address will not be published.