নিউইয়র্ক টাইমসের দৃষ্টিতে সেরা জসীম উদ্দিনের উপন্যাস ‘দ্য আমেরিকান ড্রিম’

431

নিউইয়র্ক: নিউইয়র্ক টাইমসের বিবেচনায় মূলধারার ইংরেজি ১০টি বিশেষ উপন্যাসের তালিকায় আমেরিকা প্রবাসী লেখক জসীমউদ্দিনের উপন্যাস ‘দ্য আমেরিকান ড্রিম’ স্থান করে নিয়েছে।

টাইমসের ম্যাগাজিন ‘ডিসকভার নিউ টাইটেলস’ সেকশনে জসীমউদ্দিনের উপন্যাস ‘দ্য আমেরিকান ড্রিম’ নির্বাচিত হয়েছে।  আমেরিকান পাবলিশার্স কোম্পানি  জানিয়েছে, ১.৭ মিলিয়ন বই ক্রেতা, রিভিউয়ার্স এবং ট্রেডিশনাল পাবলির্শাস নিউইয়র্ক টাইমস এর বিশেষ উপন্যাস নির্বাচনে জড়িত।  আমাজনে পাওয়া যাবে উপন্যাসটি। 

উপন্যাস অবলম্বনে ইংরেজি ভাষায় ছবি ‘দ্য আমেরিকান ড্রিম’ নির্মাণ করছেন জসীমউদ্দিন।  এই ছবিতে হলিউডের বিখ্যাত দুজন অভিনেতা কাজ করবেন।  এ ব্যাপারে জসীমউদ্দিন সবার সহযোগিতা চেয়েছেন।

জসীমউদ্দিনের আরও ৯টি উপন্যাস প্রকাশিত হয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ছাত্রনেতা ও রাজনীতিক নিউইয়র্কে সবার প্রিয়মুখ ও কমিউনিটি অ্যাকটিভিস্ট।

Leave A Reply

Your email address will not be published.