রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশের তল্লাশি

300

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। 

মামলার এজাহারভুক্ত এক আসামির খোঁজে বুধবার বিকেলে তল্লাশি চালানো হয়।

পুলিশের অভিযানের খবর পেয়ে পাশ্ববর্তী গ্রামের মসজিদে মাইকিং করা হয়; এক পর্যায়ে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান নিলে পুলিশের টহল টিম দ্রুত স্থান ত্যাগ করে পাশ্ববর্তী গোপলাবাজার তদন্ত কেন্দ্রে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের ওপর গত ১৯ ডিসেম্বর স্থানীয় বান্দেরবাজার এলাকায় রেজা কিবরিয়ার সমর্থকরা হামলা করে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

দুইতলা বিশিষ্ট ওই বাড়ির কক্ষে তল্লাশির সময় কে বা কারা মসজিদের মাইকে মাইকিং করে রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশ ও অজানা মানুষের আগমনের খবর জানিয়ে গ্রামবাসীকে লাঠিসোটা নিয়ে আসার জন্য বলেন। শত-শত গ্রামবাসী লাঠিসোটা নিয়ে আসলে পুলিশ স্থানীয় পুলিশ ফাড়িঁতে অবস্থান নেয়।

এ ব্যাপারে ড. রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহাবুদ্দিন শুভ বলেন, তারা বাড়িতে অবস্থান করছিলেন, এসময় হঠাৎ একদল পুলিশ এসে বাসায় তল্লাশি চালায়। পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে আমাদের মালামাল তছনছ করতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী মসজিদের মাইকে মাইকিং করলে পুলিশ চলে যায়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবরে পুলিশ অভিযান চালায়। তখন মসজিদের মাইকে অপপ্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত  করে, পুলিশের কাজে বাধা দেওয়া হয়। আসামি না পেয়ে আমরা চলে আসি।

এদিকে ড. রেজা কিবরিয়া ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ও স্ট্যাটাস দিয়ে জানান, তার বাসায় পুলিশ হামলা চালিয়েছে। তল্লাশি চলাকালে নবীগঞ্জ উপজেলার ১নম্বর বড় ভাকৈর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ছিলেন তিনি।

ড. রেজা কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাকে হয়রানি করার জন্যই এই তল্লাশি চালিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.