প্রশাসন নিরপেক্ষ থাকলে নির্বাচন সুষ্ঠু হবে : সিইসি

355

ময়মনসিংহ প্রতিনিধি : প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘বর্তমানে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ২৪ তারিখ থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। পরিবেশ অনুকূলে রাখার জন্য নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।’

শনিবার (২২ ডিসেম্বর) বিকাল সিলেট নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আদালতে বাতিল হওয়া বিএনপির প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই।’ আচারণবিধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি দল আচারণবিধি ভঙ্গ করছে না। কেউ আচারণবিধি ভঙ্গ করলে, তিনি যে দলেরই হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এসময় উপস্থিত ছিলেন— ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাদিক ডিভিশনের মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.