ঢাকা আসছেন রিভা, ওয়াশিংটন যাচ্ছেন শ্রিংলা
ঢাকা: রিভা গাঙ্গুলী দাসকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে ২০ ডিসেম্বর নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স-এ মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। শীঘ্রই তিনি নতুন পদে যোগ দেবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত করে পাঠানো হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনিও দ্রুত নতুন দায়িত্ব গ্রহণ করবেন।