আওয়ামী লীগ জিতলে উন্নয়নের গতি আরও বাড়বে

326

ঢাকা: বাংলাদেশ নিয়ে জাপানভিত্তিক বৈশ্বিক ইকোনোমিক জার্নাল নিক্কেই এশিয়ান রিভিউ ‘দ্য রাইজ অ্যান্ড রাইজ অব বাংলাদেশ’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বুধবার (১৯ ডিসেম্বর) গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলে বাংলাদেশের উন্নয়ন আরও অনেক গতিশীল হবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে ব্যাপক আকারে।

এতে জার্নালটির এডিটর-এট-লার্জ গেইন রবিনসন লিখেন, বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক নজর কাড়তে সক্ষম হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সফলতার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অন্যতম শীর্ষস্থানে রয়েছে।

এই বিশ্লেষণে বলা হয়, টানা দুই বার পাঁচ বছর মেয়াদী শাসনে থাকায় কিছু ভোটারের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেলেও অর্থনৈতিক দৃষ্টিকোণ বিবেচনায় বেশিরভাগ মানুষ এখনও আওয়ামী লীগকে ক্ষমতায় চান। তারা মনে করেন, আওয়ামী লীগ জিতলে উন্নয়নের গতি আরও বাড়বে।

গবেষণায় বলা হয়, কোনও ধরনের দ্বন্দ্ব ছাড়া নির্বাচন শেষ হলে এবং স্থিতিশীলতা তৈরি হলে বাংলাদেশের গল্পটা আরও আকর্ষণীয় হবে। চলতি বছরের শুরুতে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য জাতিসংঘের নির্ধারিত মানদণ্ড পূরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে আরও উন্নত হওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।
এছাড়া গবেষণায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিবরণীসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের বিষয়টিও গুরুত্ব দেয়া হয় এখানে।

Leave A Reply

Your email address will not be published.