নির্যাতিত সাংবাদিকরাই এবারের ‘পারসন অব দ্য ইয়ার’

300

আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে টালমাটাল হয়ে পড়েছিল বিশ্ব রাজনীতি। যার রেশ এখনো কাটেনি। গত অক্টোবরে তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে গিয়ে খুন হওয়া সেই খাশোগিই এবার টাইমসের ‘বছরের সেরা ব্যক্তি’ নির্বাচিত হয়েছেন। সৌদি সরকারের কট্টর সমালোচক খাশোগিসহ বিশ্বব্যাপী নির্যাতনের শিকার হওয়া আরও কয়েকজন সাংবাদিককে এবারের ‘পারসন অব দ্য ইয়ার’ মর্যাদা দিয়েছে মার্কিন সাময়িকী টাইম। এসব সাংবাদিককে আখ্যা দেয়া হয়েছে ‘সত্যের অভিভাবক’ হিসেবে।

সম্মানিত সাংবাদিকদের নিয়ে আলাদা আলাদা প্রচ্ছদ প্রকাশ করেছে টাইম। খাশোগি ছাড়াও আরও আছেন মেরিল্যান্ডে ক্যাপিটাল গেজেট সংবাদপত্রের নিহত ৫ সাংবাদিক। তাদের গত জুনে হত্যা করা হয়। ফিলিপাইনে স্বৈরশাসকের হুমকির মুখে থাকা নিউজ স্টার্ট আপ র‌্যাপলার এর ফাউন্ডার মারিসা রেসা। আছেন রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো ধ্বংসযজ্ঞের ওপর প্রতিবেদন করা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং উ কিয়াও সোকে। এই দুইজন মিয়ানমারের কারাগারে বন্দী জীবনযাপন করছেন।  সূত্র: নিউ ইয়র্ক টাইমস

Leave A Reply

Your email address will not be published.