নাফটা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র!

247

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র খুব শিগগিরি ‘উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি’ বা নাফটা থেকে বের হয়ে যাবে। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে তার পরিকল্পনা মার্কিন কংগ্রেসকে জানাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া, কংগ্রেসকে ছয় মাসের জন্য সময় দেবেন বলেও জানিয়েছেন তিনি।

আর্জেন্টিনা থেকে দেশে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমি নাফটা বাতিল করব এবং নতুন চুক্তি অনুমোদনের জন্য কংগ্রেসম্যানদের ছয় মাসের সময় দেব।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ার্সে জি-২০ সম্মেলনের মাঝে প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইটোর সঙ্গে নতুন একটি চুক্তি সই করেছেন। শুক্রবার এই চুক্তি সই হয়েছে।

ট্রাম্প বলেন, নতুন এই চুক্তি আমাদের কর্মী, কৃষক, খামারি ও ব্যবসায়ীদেরকে উঁচু মাত্রার সুবিধা দেবে। এতে এ অঞ্চলে বাণিজ্যিক ও অর্থনৈতিক বিস্ফোরণ ঘটাবে। কলকাতা টুয়েন্টিফোর।

Leave A Reply

Your email address will not be published.