তথ্য পাচারের অভিযোগে আমিরাতে ব্রিটিশ নাগরিকের যাবজ্জীবন

275

আর্ন্তজাতিক ডেস্ক: তথ্য পাচারের অভিযোগে ব্রিটিশ নাগরিক ম্যাথিউ হেডজস’কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। আমিরাত থেকে স্পর্শকাতর ইস্যুতে বাইরের দেশে তথ্য পাচারের অভিযোগে মামলা চলছিল তার বিরুদ্ধে। দেশটির কেন্দ্রীয় আপিল বিভাগ বুধবার ওই রায় প্রদান করে।

জানা যায়, ৩১ বছর বয়সী হেডজ পিএচডি করার জন্য ডুরহাম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। গবেষণার কাজে ভ্রমণে আসার দুই সপ্তাহের মাথায় চলতি বছরের ৫ মে আটক হয়েছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.