সৌদিতে আকস্মিক বন্যায় ৩০ জনের প্রাণহানি

219

আর্ন্তজাতিক ডেস্ক: মরুর দেশ সৌদি আরবেও আকস্মিক বন্যায় গত এক মাসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি সরকারের জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে কেউ বন্যার কারণে আবার কেউ বন্যায় সৃষ্ট লণ্ডভণ্ড বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। খবর মিডল ইস্ট মনিটর।

বিভাগটি গতকাল বুধবার আরও বলেছে, সম্প্রতি বন্যা প্লাবিত এলাকা থেকে এক হাজার ৪৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বেশির ভাগই দেশটির রাজধানী রিয়াদ থেকে উদ্ধার করা হয়।

সৌদি আরব মরুর দেশ হলেও দেশটিতে সম্প্রতি কয়েকবার বন্যার খবর পাওয়া গেছে। এবারের বন্যাতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত বন্যার পানি নেমে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। দেশটির জননিরাপত্তা বিভাগ দেশে বসবাসকারী সকল নাগরিককে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে বলেছে।

Leave A Reply

Your email address will not be published.