সৈয়দ আশরাফের রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ঢাকা: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গুলশান অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ নভেম্বর)সৈয়দ আশরাফুল ইসলামের রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্টিয়ারিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, সংগঠনের সহ সভাপতি চিত্রনায়িকা ফারহানা আমিন নুতন, অরুনা বিশ্বাস, সহ সভাপতি মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জাফর আহমেদ জয়, অভিনেত্রী সাবিনা ইয়াসমিন দোলা, আজাদ খান, শাহ আলম, অভিনেত্রী শম্পা রহমান, অভিনেত্রী পারুল আক্তার লোপা, কন্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার, মাধবী সরকার, দিলীপ সরকার, হাবিব উল্লাহ রিপন সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন ।