হিথ্রো বিমানবন্দরের রানওয়েতে সমস্যা, যাত্রীদের সতর্ক করল কর্তৃপক্ষ

228

আর্ন্তজাতিক ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে লাইটিং সমস্যা দেখা দেওয়ায় যাত্রীদের যাতায়াতে সমস্যা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বুধবার হিথ্রো বিমানবন্দর জানায়, যে সমস্যা দেখা দিয়েছিল, সেটা প্রায় সমাধান করা হয়েছে। তারপরও সতর্ক করে বলা হচ্ছে, যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নির্দিষ্ট এয়ারলাইন্সে ফ্লাইট সম্পর্কে সময়সহ বিস্তারিত জেনে আসতে হবে।

হিথ্রো বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়, রানওয়ের লাইটিংয়ে সাময়িক সমস্যার পর এখন থেকে চালু হয়েছে এবং কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে সংবাদমাধ্যম বলছে, যাত্রীরা অভিযোগ করেছেন বুধবার ভ্রমণের জন্য বিমানবন্দরে আসলেও তাদের ফ্লাইট উড্ডয়নের জন্য অনুমোদন দেওয়া হয়নি। এর আগে স্থানীয় সময় সকালে শেষ ফ্লাইট অবরতণ করে বিমানবন্দরটিতে।

তাৎক্ষণিকভাবে কিছু ফ্লাইট এখান থেকে সরিয়ে নেওয়া হবে। তবে কর্তৃপক্ষ পরে জানিয়েছে, বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কিছু সময়ের মধ্যেই আবার ফ্লাইট সিডিউল ধরা যাবে।

Leave A Reply

Your email address will not be published.