দীর্ঘ ১৫ বছরের রীতি ভাঙলেন ট্রাম্প

217

আর্ন্তজাতিক ডেস্ক: হোয়াইট হাউসে ১৫ বছরের রীতি ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ২০০৩ সালে এই দিওয়ালি সেলিব্রেশন পর্ব শুরু করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। পরবর্তী সময়ে অন্যান্য বারাক ওবামাও তা ধরে রেখেছিলেন। সেই ধারাকে বজায় রেখে গত বছর ওভাল অফিসে দিওয়ালি সেলিব্রেট করেছিলেন ট্রাম্প। তবে এবছর সেই ধারাকেই ভাঙলেন তিনি।

জানা গেছে, নির্বাচনের কারণেই সেই রীতি ভাঙতে হয়েছে তাকে। তবে বুধবার পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও দীপাবলির শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভা ডেমোক্র্যাটরা নিজেদের দখলে নেন বলে জানা যায়। একে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে একটা জোরালো ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

তবে মার্কিন সিনেট দখলে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল। আর এই ব্যস্ততার মাজেই তাই দিওয়ালি সেলিব্রেশন থেকে বিরত থাকলেন ট্রাম্প।

Leave A Reply

Your email address will not be published.