জরিপে কারা এগিয়ে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে?

309

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন তলানিতে যাচ্ছে।  এরই মধ্যে দীর্ঘ প্রচার প্রচারণা শেষে আজ মঙ্গলবার মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনকে কেবল নির্বাচন নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের গণভোট হিসেবে দেখা হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাওয়া অন্যদিকে, ডেমোক্র্যাটদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যে। নির্বাচনে ডেমোক্র্যাটরা বিজয়ী হলে বিপদ বাড়তে পারে ট্রাম্প প্রশাসনের।  নির্বাচনী প্রচারণায় এক দল আরেক দলকে আক্রমণ করে বক্তব্য দিয়েছে।  প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট ওবামার সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যান প্রেসিডেন্ট ট্রাম্প।

জরিপ বলছে ডেমোক্র্যাটরা এগিয়ে আছেন।  বর্তমানে প্রতিনিধি পরিষদের ১৯৩টিতে ডেমোক্র্যাট এবং ২৩৫টি রিপাবলিকানদের।  আর সিনেটে ৪৯ ডেমোক্র্যাট এবং ৫১টি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে।  সংখ্যাগরিষ্ঠতার জন্য সিনেটে ৫১টি এবং প্রতিনিধি পরিষদে ২১৮টি আসনে জয় পেতে হবে।

নিম্নকক্ষে ডেমোক্র্যাটরা সাধারণত জিতেন এমন আসন ১৮৭টি। ডেমোক্র্যাট ভাবাপন্ন ১৫টি এবং ডেমোক্র্যাটরা জিততে পারেন এমন আসন ৫টি।  জোর প্রতিদ্বন্দ্বিতা হবে ৩১টিতে।  রিপাবলিকানরা জিতেন এমন আসন ১৫৩টি। রিপাবলিকান ভাবাপন্ন ২২ এবং রিপাবলিকানরা জিততে পারেন ২২টিতে।

সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই হবে ৬টিতে।  ডেমোক্র্যাটদের ২৩টি এবং রিপাবলিকানদের ৪২টিতে নির্বাচন হচ্ছে না।  ৩৫টির মধ্যে ১৪টিতে ডেমোক্র্যাটরা জিতে থাকেন, ৫টিতে জিততে পারেন এবং ডেমোক্র্যাট ভাবাপন্ন ৩টি। রিপাবলিকানরা ৫টিতে জয় পেয়ে থাকেন।  রিপাবলিকান ভাবাপন্ন মাত্র দু’টি।

তবে সিনেটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।  হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেও ৫০০ কোটি ডলারের এই নির্বাচনে জয়ের আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।  তবে অন্যান্য মধ্যবর্তী নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনটি নানা দিক দিয়েই বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের গতিপথ নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.