ইতালিতে জেল হত্যা দিবসে আলোচনা সভা
ইতালি প্রতিনিধি: ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
৪ নভেম্বর আয়োজিত স্মরণ সভায় ইতালি আওয়ামী সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কেএম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাইদ খান, আলী আহম্মদ ঢালী, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ শোয়েব দেওয়ান , মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকছী।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।