নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ খালেদার মুক্তি দাবিতে

344

নিউইয়র্ক থেকে : বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তি দাবিতে ৪ নভেম্বর রোববার নিউইয়র্কে স্টেট বিএনপি বিক্ষোভ করলো। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি মাওলানা আতিকুর রহমান এবং পরিচালনায় ছিলেন সেক্রেটারি সাঈদুর রহমান।

স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন তার জ্বালাময়ী বক্তব্যে অভিযোগ করেন, ‘বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় শেখ হাসিনা এবং তার অনুসারিরা এতই ভীত যে, তাঁকে একের পর এক সাজানো মামলায় দীর্ঘ মেয়াদে দন্ড দেয়া হচ্ছে। কিন্তু বাংলার মানুষ অতীতের মত এবারও সুযোগ পেলেই ব্যালট বিপ্লবে নব্য স্বৈরাচার হটিয়ে জনগণের সরকার কায়েম করবে।’

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি সেলিম রেজা, রুহুল আমিন নাসির, স্টেট বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কালাম, হাবিবুর রহমান, মো. জহীর এবং এনামুল কবীর অপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জিল্লুর রহমান, জসীম ভ’ইয়া, ফিরোজ আলম, সালেহ আহমেদ মানিক, সিরাজুল হক, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু।

সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা আতিক বলেন, ‘সংলাপের নামে সরকার ধাপ্পাবাজি করছে। সংলাপের মধ্য দিয়ে বেগম জিয়াকে মুক্তি দিলেই কেবলমাত্র তা সফল হবে।’

Leave A Reply

Your email address will not be published.