অঘটনের শিকার হয়ে শিরোপা হারালেন জকোভিচ
স্পোর্টস ডেস্ক: প্যারিস মাস্টার্সের ফাইনালে অঘটনের শিকার হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের অবাছাই রাশিয়ান কারেন কাচানভের কাছে রবিবার ফাইনালে ৭-৫, ৬-৪ গেমে হেরে গেছেন বিশ্বের এক নম্বর এই তারকা।
চলতি বছর এই নিয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রথমবারের মত কোন মাস্টার্স টুর্ণামেন্টের শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন কাচানভ। এই তালিকায় তিনি হুয়ান মার্টিন ডেল পোত্রো ও জন ইসনারের সাথে যোগ দিয়েছেন। একইসাথে জকোভিচকে টানা চতুর্থ শিরোপা থেকেও বঞ্চিত করেছেন।
এই জয়ের মাধ্যমে ক্যারিয়ার সেরা ১২তম র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন টুর্ণামেন্টের আগে ১৮তম স্থানে থাকা কাচানভ। ম্যাচ শেষে তিনি বলেছেন, এভাবে মৌসুম শেষ করাটা স্বপ্ন সত্যি হবার মতই ঘটনা।
এই টুর্ণামেন্টে খেলতে আসার আগে কাচানভ ক্যারিয়ারে শীর্ষ ১০জন খেলোয়াড়ের বিপক্ষে ১৯টি ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছিলেন। কিন্তু ফাইনালে জকোভিচকে হারিয়ে তিনি স্মরণীয় এক জয় তুলে নিলেন। এর মাধ্যমে জকোভিচের ২২ ম্যাচে জয়ের ধারাও শেষ হলো।
শনিবার সেমিফাইনালে রজার ফেদেরারকে হারানোর পর নিজেকে পুরোপুরি ফিরিয়ে আনতে পারেননি বলে স্বীকার করে জকোভিচ বলেছেন, ‘কারেন সত্যিকার অর্থেই দারুন খেলেছে। এই জয়টা তার প্রাপ্য ছিল। আমি মোটেই এটাকে দূর্ভাগ্য মনে করছি না। আসলে এ ব্যপারে কোন কথা বলতে চাচ্ছিনা। সব কৃতিত্বই কারেনের। সে বয়সে তরুন, তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। বয়স কম হলেও ইতোমধ্যেই সে প্রতিষ্ঠিত।
দুই বছরের মধ্যে প্রথমবারের মত রাফায়েল নাদালকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করা জকোভিচ প্রথম সেটে ব্রেক পয়েন্ট অর্জন করে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু গত মাসে মস্কোতে ক্রেমলিন কাপে জয়ী কাচানভ দারুনভাবে লড়াইয়ে ফিরে আসেন। পয়েন্ট ব্রেক করে তিনি ৬-৫ ব্যবধানে এগিয়ে যান। পরের নিজের সার্ভিসে গেম জয় করে প্রথম সেট নিজের করে নেন। দ্বিতীয় সেটের শুরুতেই পিছিয়ে পড়েন জকোভিচ। মূলত আগের দিন তিন ঘণ্টারও বেশী সময় ধরে লড়াই করে ফেদেরারকে পরাজিত করার পর ফাইনালে সার্বিয়ান তারকাকে বেশ পরিশ্রান্ত দেখাচ্ছিল। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে কাচানভ ২০০৯ সালে নিকোলে ডেভিডেঙ্কোর পর প্রথম রাশিয়ান হিসেবে মাস্টার্স শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন।