স্বাধীনতা পেল না নিউ ক্যালেডোনিয়া

376

আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্ব মানচিত্রে জায়গা হল না ফরাসি ভূখণ্ড নিউ ক্যালেডোনিয়ার। গণভোটে স্বাধীনতার বিষয়টি প্রত্যাখ্যান করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত ওই এলাকার বাসিন্দারা।

গণভোটের চূড়ান্ত ফল অনুযায়ী, মোট ভোটের ৫৬.৪ শতাংশ পড়েছে ফ্রান্সের সঙ্গে থাকার পক্ষে। আর ৪৩.৬ শতাংশ ভোট পড়েছে স্বাধীনতার পক্ষে। খবর বিবিসির

ভোটের ফলাফল শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, “এই গণভোটে ফ্রান্সের প্রতি নিউ ক্যালেডোনিয়াবাসীর আস্থার প্রতিফলন ঘটেছে। আমি আজ গর্বের সাথে বলতে চাই ‘অবশেষে আমরা এই ঐতিহাসিক ধাপ একসঙ্গে অতিক্রম করলাম।”

উল্লেখ্য, নিউ ক্যালেডোনিয়ার আদিবাসী কনক জনগোষ্ঠীর স্বাধীনতাকামীদের সহিংস আন্দোলনের পর প্রায় দুই দশক আগে এই গণভোটের প্রতিশ্রুতিতে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ওই অংশে গণভোটের আয়োজন করা হয়।

নিউ ক্যালেডোনিয়ায় মোট বৈধ ভোটারের সংখ্যা এক লাখ ৭৫ হাজার। এ ভূখণ্ডটি অস্ট্রেলিয়া থেকে পূর্ব দিকে।

এটি একটি প্রত্যন্ত দ্বীপ, যা পরিচালনার জন্য ফরাসি সরকার প্রতি বছর ১৫০ কোটি ডলার বরাদ্দ দেয়।

ওই দ্বীপে রয়েছে নিকেলের বিশাল ভান্ডার। ইলেক্ট্রনিক পণ্য তৈরিতে এই নিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ফ্রান্স এই দ্বীপটিকে ওই অঞ্চলে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ হিসেবে বিবেচেনা করে।

Leave A Reply

Your email address will not be published.