আজই ইরানের বিরুদ্ধে আরোপ হচ্ছে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা

331

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন বিরোধী আন্দোলনের মধ্যেই আজ সোমবার ইরানের বিরুদ্ধে এ যাবতকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞায় ছয় জাতির পারমাণবিক চুক্তির আওতায় ২০১৫ সালে ইরানের বিরুদ্ধে যেসব মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছিল, সেগুলোও পুনর্বহাল করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। খবর বিবিসির

এতে ইরান অর্থনীতির চালিকাশক্তি জ্বালানি, জাহাজ ও ব্যাংকিং খাত মারাত্মক হুমকির মুখে পড়বে।

এদিকে ইরান জানিয়েছে, সোম ও মঙ্গলবার সামরিক সক্ষমতা জানান দিতে আকাশে সামরিক মহড়ার আয়োজন করছে তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয়ার পর থেকেই দেশটিতে মার্কিনবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। তেহরানে মার্কিন দূতাবাসে ঘেরাও করে বিক্ষোভ করছে ইরানের জনগণ।

গত মে মাসে ছয় জাতির পারমাণবিক চুক্তিকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে তা থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর থেকেই ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।

Leave A Reply

Your email address will not be published.