শেষ মুহূর্তের গোলে জয় পেল ম্যানইউ

318

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর দল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে স্বাগতিক এএফসি বোর্নমাউথের সামনে চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মরিনহোর শিষ্যরা।

শনিবার প্রিমিয়ার লিগে অতিরিক্ত সময়ে মার্কুস র‌্যাশফোর্ডের লক্ষ্যভেদে ২-১ গোলে ভিটালিটি স্টেডিয়ামে জিতেছে ম্যানইউ।

শুরু থেকেই স্বাগতিকরা দুর্দান্ত খেলতে থাকে। যার ফলাফল পেয়ে যায় ক্যালাম উইলসনের গোলে ১১ মিনিটেই। প্রথমার্ধের বেশ কিছুটা সময় যেন ছন্দই খুঁজে পায়নি ইউনাইটেড।

৩৫ মিনিটে অ্যালেক্সিস সানচেস ডানপ্রান্ত দিয়ে ঢুকে বল বানিয়ে দেন অ্যান্থনি মার্শালকে। শক্তিশালী শটে ১-১ করেন তিনি। এই গোলেই উজ্জীবিত হয়ে বিরতির পর ফিরে আসে ম্যানইউ।

লিড নেয়ার পর থেকে বেশ কয়েকবার অতিথিদের রক্ষণে হামলে পড়েছে বোর্নমাউথ। একাধিকবার সুযোগ পেয়েও তা কাজে না লাগাতে পারার খেসারত অবশ্য শেষ পর্যন্ত দিতে হয় স্বাগতিকদের।

৬৫ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করলেও র‌্যাশফোর্ড ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। অ্যাশলে ইয়ংয়ের ফ্রি কিক পোস্টে লাগলে তার শট গোললাইনে দাঁড়িয়ে ঠেকান নাথান আকে। তবে ইনজুরি সময়ে পল পগবার ক্রস স্বাগতিক ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে পারেনি। তাতে বাঁ পায়ের শটে ঠিক গোলপোস্টের সামনে থেকে লক্ষ্যভেদ করেন র‌্যাশফোর্ড।

এই জয়ে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এসেছে ম্যানইউ। তবে পয়েন্ট সমান থাকা সত্ত্বেও ম্যানইউ’র ওপরে উঠেছে বোর্নমাউথ। লিগে ১০ ম্যাচে ৮ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যান সিটি।

Leave A Reply

Your email address will not be published.