যুক্তরাজ্যে এক ব্যক্তিকে আটকে রাখার দায়ে ভারতীয় দম্পতি গ্রেফতার

328

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যে বসবাসরত এক ভারতীয় দম্পতির বিরুদ্ধে এক ব্যক্তিকে আটকে রাখার অভিযোগ উঠেছে। দক্ষিণ ইংল্যান্ডে চল্লিশোর্ধ এক ব্যক্তিকে ৪ বছর ধরে বাগানের একটি ছাউনিতে আটকে রাখে পলভিন্দর ও প্রিতপাল নামের এক দম্পতি।

পলভিন্দর ও প্রিতপাল দু’জনেই পঞ্চাশোর্ধ। দু’জনকেই এই ব্যক্তিকে জোর করে আটকে রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে।যুক্তরাজ্যের গ্রান্ডমাস্টারস অ্যান্ড লেবার অ্যাবিউজ অথরিটি (GLAA) তাদের বাড়ি থেকে দু’জনকে গ্রেফতার করে।

তদন্তে জানা গেছে, ভারতীয় দম্পতি ওই ব্যক্তিকে খাদ্যের বিনিময়ে জোর করে আটকে রাখত। যদিও ওই দম্পতিকে তদন্তের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে আবারও তদন্ত হতে পারে।

এদিকে, চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তিকে দেশটির ন্যাশনাল রেফারেল মেকানিজমে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আধুনিক দাসত্ব প্রথা ও পীড়িতদের সাহায্য করা হয়।

Leave A Reply

Your email address will not be published.