মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের পাশে রাশিয়া!

312

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে যুক্তরাষ্টের কঠোর হুমকি রয়েছে। তবুও ইরানের বিরুদ্ধে নতুন করে আরোপ করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞা অবৈধ আখ্যায়িত করে ইরানের সঙ্গে বাণিজ্য জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটি।

বৃটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গত শুক্রবার রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেক্সান্ডার নোভাক জানান, সোমবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধের ঘোষণা দিয়েছে আমরা সেটা মানি না। আমরা ইরানকে সমর্থন করব এবং দেশটির সঙ্গে বাণিজ্য বাড়াবো।
এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার প্রক্রিয়া চালিয়ে যাবে। সম্প্রতি আঙ্কারা সফরকালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বিশেষ প্রতিনিধি মাহমুদ ওয়ায়েজি’র সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেয় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা বহুবার বলেছি ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আমরা মানব না।

Leave A Reply

Your email address will not be published.