প্রকাশ্যে এলো সানিয়া মির্জার পুত্রসন্তানের ছবি

281

স্পোর্টস ডেস্ক: অবশেষে প্রকাশ্যে এল ভারতীয় টেনিস তারকা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জার ছেলের ছবি। শনিবার সকালে হাসপাতাল থেকে নিজের সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন এই টেনিস সুন্দরী। তখনই প্রকাশ্যে আসে তার ছেলের ছবি।

খবর অনুযায়ী, অক্টোবরের ৩০ তারিখ হায়দরাবাদের একটি হাসাপাতালে পুত্র সন্তানের জন্ম দেন সানিয়া মির্জা। টুইট করে একথা প্রথমে জানান তার স্বামী শোয়েব মালিক।

জানা গেছে, সন্তানের নাম রাখা হয়েছে ইজহান মির্জা। ‘ইজহান’ শব্দের অর্থ ‘ঈশ্বরের উপহার’। তবে সন্তান জন্ম দেওয়ার পরে, এখনও তার নাগরিকত্ব নিয়ে এই তারকা দম্পতি স্পষ্ট কিছু জানায়নি।

প্রসঙ্গত, ২০১০ সালের ১২ এপ্রিল শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয় ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া মির্জার। চলতি বছর এপ্রিল মাসে সানিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে।

Leave A Reply

Your email address will not be published.