‘কৃষ্ণাঙ্গরা নির্বোধ বলেই আমাকে ভোট দেয় না’
আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ এনেছেন তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন। তার দাবি, অন্তত চারবার তিনি ট্রাম্পকে কৃষ্ণাজ্ঞদের নিয়ে চরম অপমানজনক উক্তি করতে শুনেছেন। এমনকি বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে নিয়েও কূটিক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার মার্কিন সাময়িকী ‘ভ্যানিটি ফেয়ার’কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য ফাঁস করেন ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী।
অন্যদিকে কোহানের এই অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ার দাবি করেছে আরেক মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কোহেন বলেন, নির্বাচনের সময় ট্রাম্প প্রায়ই আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন। সে সময় একবার মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘এইসব কালো মানুষরা নির্বোধ বলেই তারা আমাকে ভোট দেয় না।’
তিনি একবার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে নিয়েও বাজে মন্তব্য করেছিলেন। কোহেনের দাবি, ম্যান্ডেলার মৃত্যুর পর ট্রাম্প বলেন, ‘এরকম একজন কালো মানুষের নামে একটা দেশ চলতে পারে না।’
দু’হাজার সালে ট্রাম্পর সঙ্গে শিকাগো সফরে যাচ্ছিলেন কোহেন। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার সময় তারা সেখানকার কালো মানুষদের লোকজনের দুর্দশাগ্রস্ত জীবনের চিত্র দেখতে পেয়েছিলেন। তখন ট্রাম্প বলেছিলেন, ‘কেবল কালো মানুষদের পক্ষেই এভাবে জীবন কাটানো সম্ভব।’
ভ্যানিটি ফেয়ার পত্রিকাটি আরো জানায়, ট্রাম্পের এইসব বর্ণবাদী মন্তব্যের পরও তার অধীনে চাকরি করার জন্য অনুশোচনা করেছেন কোহেন। তিনি মনে করেন তখনই তার চাকরিটা ছেড়ে দেয়া উচিত ছিলো।
প্রসঙ্গত, গত আগস্টে ট্যাক্স ফাঁকি ও ব্যাংক জালিয়াতিসহ আটটি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্পের এই সাবেক আইনজীবী। আগামী মাসে তার বিরুদ্ধে স্থানীয় আদালতের সাজা ঘোষনা করার কথা রয়েছে।
সূত্র: সিএনএন