পরিবহন ধর্মঘটে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সংসদে ক্ষোভ

294

ঢাকা: পরিবহন ধর্মঘটের নামে সারা দেশে শ্রমিকদের নৈরাজ্য চলছে অভিযোগ করে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান।

এ বিষয়ে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

সংসদের শুরুতে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে পরিবহন ধর্মঘটের প্রসঙ্গ তুলে পীর ফজলুর রহমান বলেন, এই সংসদে পাস করা সড়ক পরিবহন আইনের কিছু ধারা পরিবর্তনের দাবিতে গত দুই দিন থেকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করছে। এই অবরোধের নামে শ্রমিকদের কেউ কেউ নৈরাজ্য সৃষ্টি করছে। বিভিন্ন স্থানে যাত্রী ও চালকদের মুখে পোড়া মোবিল মেখে দেয়া হয়েছে।

তিনি বলেন, একটি অসুস্থ শিশুকে হাসাপাতালে নেয়ার সময় অ্যাম্বুলেন্স আটকে দেয়ায় শিশুটি মারা গেছে। এই অবরোধে সারা দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অবরোধের নামে মানুষের আত্মমর্যাদায় যারা আঘাত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীরব রয়েছে। এই ঘটনা আমাদের আহত করেছে। আমি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি।

Leave A Reply

Your email address will not be published.