পারলেন না সিদ্দিকুর

340

স্পোর্টস ডেস্ক: ভারতের প্যানাসনিক ওপেনে শিরোপার খুব কাছে গিয়েও পারলেন না সিদ্দিকুর রহমান। শেষ হোলের লড়াইয়ে হেরে রানার্সআপ হয়েছেন তিনি। চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের খালিন জোসি।

দিল্লি গলফ ক্লাবে রবিবার চতুর্থ রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলে রানার্সআপ হয়েছেন বাংলাদেশি তারকা।

অন্যদিকে ছয়টি বার্ডি ও দুটি বোগি যোগ করেন ভারতের খালিন জোসি। পারের চেয়ে ১৭ শট কম খেলে সেরা হন তিনি।

২০১০ সালে ব্রুনাই ওপেনে শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর। ২০১৩ সালে জিতেন হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা। এরপর থেকে এশিয়ান ট্যুরের শিরোপা খরা তার।

Leave A Reply

Your email address will not be published.