ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে মধ্যস্থতা করবে না ওমান
আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ওমান দায়িত্ব পালন করবে না বলে জানিয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত একটি নিরাপত্তা বিষয়ক ফোরামে দেয়া বক্তব্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি বিন আব্দুল্লাহ এই কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি বলেন, নিজেদের মধ্যে বিদ্যমান সংকট নিরসনের মাধ্যমে ফিলিস্তিন এবং ইসরায়েল যাতে পরস্পরের কাছাকাছি আসতে পারে সে ব্যাপারে সার্বিক সহায়তা দিতেই সুলতান কাবুস তার ধারনা তুলে ধরেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওমানের সুলতান কাবুসের সঙ্গে সাক্ষাৎ করার পর মাস্কাটের পক্ষ থেকে এ বক্তব্য এলো। সাক্ষাতে নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাসহ কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানও উপস্থিত ছিলেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।
আব্দুল্লাহ বলেন, আমরা বলছি না যে ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের কোনো সহজ পথ রয়েছে। তবে এ সংকট সমাধানের মাধ্যমে একটি নতুন বিশ্বে প্রবেশ করার বিষয়ে আমরা অগ্রাধিকার দেব।
মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প প্রশাসন শতাব্দির সেরা চুক্তি সইয়ের জন্য যে কাজ করছে সে ব্যাপারে ওমানের আস্থা রয়েছে বলেও ইঙ্গিত করেন তিনি।