‘মি টু’ কাণ্ডে এবার চাকরিচ্যুত গুগল’র ৪৮ কর্মী
আর্ন্তজাতিক ডেস্ক: ‘মি টু’ ঝড়ে কেঁপে উঠেছে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতা৷ আর এবার গুগলেও ‘মি টু’ ঝড় আছড়ে পড়লো৷ যৌন হেনস্থার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাকরি গেল গুগলের ৪৮ কর্মীর৷ তাদের ই-মেইল করে জানিয়েও দেওয়া হয়েছে যৌন নির্যাতন মামলায় সংস্থা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে৷
জানা যায়, অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিনকে ৯০ কোটি ডলারের এগজিট প্যাকেজ দিয়ে বিদায় জানানো হয়, যদিও তাঁর ওপর যৌন নির্যাতনের অভিযোগ ছিল৷ কিন্তু একই অভিযোগে অন্যদের বের করা হলেও তাদের এই ধরণের কোনও প্যাকেজ দেওয়া হয়নি৷
এর উত্তর দিতে গিয়ে গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সুন্দর পিচাই জানান, গুগলের ওয়ার্কপ্লেস সুন্দর করে গড়ে তোলার প্রচেষ্টা চলছে৷ আর এই যৌন নির্যাতন মামলায় গুগল অবশ্যই বড় পদক্ষেপ গ্রহণ করবে৷
পিচাই আরও জানিয়েছেন, যাদের যৌন নির্যাতনের অভিযোগে সংস্থা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের কাওকেই এগজিট প্যাকেজ দেওয়া হয়নি৷ প্রতিটি অভিযোগ তা যতোই ছোট হোক তাতে পদক্ষেপ নিতে বাধ্য সংস্থা৷
এই যৌন নির্যাতনের মামলায় গুগল ৩ বড় কর্মকর্তাকে বের করে দেয়৷ যার মধ্যে অ্যান্ডি রুবিনের নামও রয়েছে বলে জানা যায়৷ তবে বাকি দুজনের নাম প্রকাশ্যে আনা হয়নি৷ প্রসঙ্গত, এক নারী অভিযোগ জানিয়ে বলেন, ২০১৩ সালে হোটেলের একটি ঘরে অ্যান্ডি রুবিন তাকে ডেকেছিলেন৷