ট্রাম্পের সমালোচকদের প্যাকেটে বিস্ফোরক পাঠাতেন তিনি!

205

আর্ন্তজাতিক ডেস্ক: প্যাকেটে ‘বিস্ফোরক ডিভাইস’ পাঠিয়ে সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চপদস্থ ব্যক্তিদের হুমকি দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের আভেনচুরা থেকে গ্রেফতার রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক সিজার সায়োক ডেমোক্র্যাট রাজনীতিকদের সমালোচক বলে প্রমাণ পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে এতথ্য জানিয়ে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে প্যাকেটে বিস্ফোরক পাঠানো এবং সাবেক প্রেসিডেন্টকে হুমকির অভিযোগ আনা হয়েছে।

বিস্ফোরক পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনাকে নিন্দনীয় মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই ধরনের অপরাধে জড়িতদের দেশে কোনও স্থান নেই।

গত কয়েকদিনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফাস্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, অভিনেতা রবার্ট ডি নিরো এবং সিএনএন কার্যালয়ে প্যাকেটে বিস্ফোরক পাঠিয়ে হুমকি দেওয়া হয়।

সর্বশেষ শুক্রবার সকালেও ফ্লোরিডা এবং নিউ ইয়র্কে দুটি সন্দেহভাজন প্যাকেট পাওয়া যায়। যাদের এই ধরনের হুমকি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই ডেমোক্র্যাট সমর্থক বলে পরিচিত।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, গ্রেফতার হওয়া সায়োক নিবন্ধিত রিপাবলিকান; তিনি ২০১৬ এবং ২০১৭ সালে ওই দলের সমাবেশে যোগ দিয়েছেন। ফেসবুক পেজে সায়োক নিজের রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করেছেন। টুইটার অ্যাকাউন্টে তিনি নিজেকে ট্রাম্প সমর্থক বলে দাবি করেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি শুনেছি সে অন্য রাজনীতিকের চেয়ে আমাকে বেশি পছন্দ করতো। তবে এর চেয়ে বেশি কিছু নয়।

প্যাকেটে বিস্ফোরক পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনাকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ মন্তব্য করে এ বিষয়ে ট্রাম্পের সমালোচকদের আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েেছেন হুমকি পাওয়া ব্যক্তিদের একজন সাবেক গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপ্পার।

দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইন্টিলিজেন্স (এফবিআই) বলছে, নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় একটি সন্দেহজনক প্যাকেট পাঠানো হয় ২৩ অক্টোবর। এর পরদিন সকালে ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের লোকেরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক একটি প্যাকেট জব্দ করেন।

ওবামা বা ক্লিনটন- কেউই পার্সেলগুলো গ্রহণ করেন নি, বা তাদের কোন বিপদ হবার ঝুঁকি তৈরি হয়নি। এছাড়া প্যাকেটে বিস্ফোরক পাঠানো হয় সিএনএন কার্যালয়েও।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও’নিল বলেন, ওই বস্তুগুলো আসলে বিস্ফোরক কিনা তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে কর্মকর্তারা ধারণা করছেন- প্যাকেটে পাঠানো বস্তুগুলো বিস্ফোরকই।

Leave A Reply

Your email address will not be published.