ফের টেস্ট দলের নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদ

305

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি আক্রান্ত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দলে না থাকায় অধিনায়কের দায়িত্ব পান নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

এর আগে চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে নিজের নেতৃত্বের অভিষেক টেস্ট ড্র করেছিলেন মাহমুদ উল্লাহ। প্রথম ইনিংসে করেছিলেন অপরাজিত ৮৩ রান। দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ২৮ রান তুলে ম্যাচ ড্র করে মাঠ ছাড়েন তিনি। যদিও দ্বিতীয় টেস্টে খুব বাজেভাবে হারতে হয়েছিল বাংলাদেশ দলকে। এরপর চলতি বছরেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নিদাহাস টি-টোয়েন্টি ট্রফিতে নেতৃত্ব দেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.