রাঙ্গামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

383

নিউজ ডেস্ক: রাঙ্গামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে বুধবার সকালে বৌদ্ধ সম্প্রদায় তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করেছে।

এ উপলক্ষে রাঙ্গামাটির জুরাছড়ি সুবলং শাখা বন বিহারে ধর্মীয় অনুষ্ঠান, মহাস্থবির বরণ ও সন্মাননা প্রদান করা হয়েছে।

এ অনুষ্ঠানে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমুর্তি, হাজার প্রদীপ দানসহ নানান দান কার্য সম্পাদন করা হয়।

এ সময় বিহার পরিচালনা কমিটি ধল কুমার চাকমাকে সন্মানা প্রদান করা হয় এবং সুবলং শাখা বন বিহার অধ্যক্ষ বুদ্ধশ্রী ভিক্ষুসহ তিনজন বুদ্ধ ভিক্ষুকে মহাস্থবির বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে হাজারো নারী-পুরুষ এতে অংশ নেন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয়জয় চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, প্রবর্তক চাকমা প্রমুখ।

এ সময় বৌদ্ধ ধর্মীয় গুরুরা এই প্রাবরণা পূর্ণিমার মধ্য দিয়ে সকল প্রকার লোভ, হিংসা, মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার হিতোপদেশ প্রদান করেন।

বৌদ্ধ ধর্মীয় গুরুরা (ভিক্ষু-শ্রমন) তিন মাস বর্ষাবাস পালন শেষে এ প্রবারণা পূর্ণিমা উদযাপন করে থাকে। এর পর থেকে দীর্ঘ এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হয় প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান।

Leave A Reply

Your email address will not be published.