পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব, সম্পাদক নাজমুল
ঢাকা: বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) ২০১৮-১৯ সালের নির্বাহী কর্মকর্তা নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ক্যাপ্টেন মাহবুবুর রহমান সভাপতি ও ক্যাপ্টেন সৈয়দ নাজমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৪ অক্টোবর, মঙ্গলবার বিকেলে বিষয়টি জানান বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার।
তাছমিন জানান, ২১ অক্টোবর বাপার এ নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে ক্যাপ্টেন মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ক্যাপ্টেন সৈয়দ নাজমুল হাসানের নেতৃত্বে পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।
নতুন নির্বাচিত বাপার বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ, যুগ্ম সম্পাদক (প্রশাসন) ফার্স্ট অফিসার এস. এম. মুসাউর রহমান, যুগ্ম সম্পাদক (অপারেশন) ফার্স্ট অফিসার গোলাম আবেদ ও কোষাধ্যক্ষ ফার্স্ট অফিসার মুকাস্সিত হোসাইন।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন ক্যাপ্টেন সাজেদুল হক, ক্যাপ্টেন ইমামুল ইসলাম ও ফার্স্ট অফিসার সাদাত জামিল।