খালেদা জিয়াকে মেরে ফেলার ব্যবস্থা করেছে সরকার: মান্না
নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার মেরে ফেলার ব্যবস্থা করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।
২৪ অক্টোবর, বুধবার বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে মান্না এই অভিযোগ করেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘বেগম জিয়াকে মেরে ফেলার ব্যবস্থা করেছে সরকার। বেগম জিয়াকে মুক্ত করতে সবাইকে শপথে নামতে হবে।’
‘সরকার গায়ের জোরে কথা বলা বন্ধ করতে চেয়েছে। কিন্তু সম্ভব হয়নি। বাধা দিয়ে নেতাকর্মীদের সমাবেশে আসতে দেওয়া হয়নি।’
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী শিডিউল ঘোষণার আগে আলোচনায় আসতে সরকারের প্রতি আহ্বান। আলোচনায় না বসলে যে পথে হেঁটে সরকারের পতন ঘটানো সম্ভব, সে ব্যবস্থা নেওয়া হবে।’
মাহমুদুর রহমান মান্না অভিযোগ করে বলেন, ‘দেশ এখন গভীর সংকটে। জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ ঠেকাতে আজ সিলেটের সকল পথ বন্ধ করে দেয় পুলিশ। বাস, টেম্পু থেকে নেতাকর্মীদের নামিয়ে দেওয়া হয়। তারপরও জনগণের জোয়ার থামানো যায়নি।’
‘এবার আর একদলীয় নির্বাচন করা যাবে না। ওয়াকওভারের স্বপ্ন সফল হবে না। ওয়াকওভার নিয়ে ক্ষমতায় কেউ থাকতে পারবে না।’
সরকারের প্রতি আলোচনার আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘আমাদের সঙ্গে কথা বলেন। কথা না বললে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয়, তা দেখবেন।’
‘আমরা একদিনের গণতন্ত্র চাই না। আমরা সারা বছরের গণতন্ত্র চাই।’