ইসরায়েলি সৈন্যের ওপর হামলা চালানো ফিলিস্তিনিকে হত্যা
আর্ন্তজাতিক ডেস্ক: পশ্চিম তীরের হেবরন শহরের কাছে ইসরায়েলি সৈন্যের ওপর হামলা চালানো ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একজন ফিলিস্তিলি ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে ছুরি হামলা চালানোর চেষ্টা করে। ইসরায়েলি সেনা সামান্য আহতও হয়। ওই সেনা এবং ঘটনাস্থলে থাকা বাহিনীর অপর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সে প্রাণ হারায়।
হামলাকারী ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। কিন্তু তার পরিচয় সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি।
পশ্চিম তীরে চলতি মাসে একের পর এক মারাত্মক নানা ঘটনা ঘটে যাচ্ছে। এতে ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছে।