জয়সুরিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেট সনাৎ জয়সুরিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থার পক্ষ থেকে সোমবার জয়সুরিয়ার বিপক্ষে দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গের দুটি অভিযোগ আনা হয়েছে।
আইসিসির এক বিবৃতিতে বলা হয়, সাবেক এ অধিনায়ক ও আক্রমণাত্মক ব্যাটসম্যান সংস্থার দুর্নীতি বিরোধী ইউনিটের তদন্তে কোন প্রকার সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
৪৯ বছর বয়সী সাবেক এ তারকা ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এমন প্রমাণাদি গোপন, ধ্বংস বা ছিন্নভিন্ন করার অভিযোগ আনা হয়েছে। জয়সুরিয়াকে অভিযোগের জবাব দিতে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে।