বিএনপির নৈতিকতা তলানিতে: কাদের
ঢাকা: বিএনপির নৈতিকতা এখন তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে, দলটি তাদের নিবন্ধনেরও যোগ্যতা হারিয়েছে। বিএনপিকে এ দেশের জনগণ আর ভোট দেবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির নির্বাচনে আসা বা না আসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। শুক্রবার সকাল ১১টার দিকে পদ্মাসেতুর জাজিরা পয়েন্ট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শনিবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার পদ্মাসেতুর জাজিরা পয়েন্টে যান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কানাডার আদালতেও তা প্রমাণ হয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে তিনি বলেন, আমরা খালেদা জিয়ারও বিচার কামনা করি।
এসময় শরিয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ও সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।