ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী বোলসোনারোর জয়

336

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে জয় পেয়েছেন কট্টর ডানপন্থী প্রার্থী জাইর বোলসোনারো। তবে সরাসরি জয়ী হওয়ার জন্য ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তাকে আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় পর্বের নির্বাচনে বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফার্নান্দো হাদ্দাদের বিপক্ষে লড়তে হবে।

রবিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বের ভোটে বলসোনারো ৪৬ শতাংশ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী ফের্নান্দো হাদাজ ২৯ শতাংশ ভোট পেয়েছেন। খবর-বিবিসি’র।

বোলসোনারোর দাবি, ব্রাজিলে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ‘সমস্যা’ না থাকলে তিনি নিশ্চিতভাবেই সরাসরি জিততেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, যদি এমনটা না হতো, আমরা আজ রাতেই এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নাম জেনে যেতাম।’

অবশ্য এই ‘সমস্যা’গুলো কী, সেটি স্পষ্ট করে বলেননি বোলসোনারো।

এদিকে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের নির্বাচন কমিশন।

Leave A Reply

Your email address will not be published.