সুনামি বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০০০, নিখোঁজ ৫০০০

233

আর্ন্তজাতিক ডেস্ক: সুনামি বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পলু শহর যেন মৃত্যু উপত্যকা হয়ে দাঁড়িয়েছে। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দল ২০০০টি দেহ উদ্ধার করেছে। তবে অসংখ্য দেহ ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছে বলে জানা গেছে।

আজ দেশটির সরকারি এক কর্মকর্তা একথা জানিয়ে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে কারণ এখনও হাজার হাজার লোক নিখোঁজ রয়েছে।

উদ্ধারকারীদের দাবি,  প্রায় ৫০০০ বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সকলেই মৃত্যু হয়েছে এই নিয়ে কোন সন্দেহ নেই। তবে দেহ উদ্ধার করতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

সুনামি বিধ্বস্ত সুলেওয়াসির পোলু শহরের পাশাপাশি পেটেবো এবং বালোরা শহরদুটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো উদ্ধারকাজ তেমন ভাবে করা যাচ্ছে না। সেখানে একাধিক দেহ চাপা পড়ে রয়েছে বলে মনে করছেন উদ্ধারকারীরা। প্রায় ৫০০০ নিখোঁজের সন্ধানে এই দুটি শহরে উদ্ধারকাজ শুরু করা হবে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দল।

Leave A Reply

Your email address will not be published.