সেই পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা যাচ্ছেতাই হয়েছে বাংলাদেশ নারী দলের। চার ম্যাচের সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হন সালমা-রুমানারা। ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হয়েছিল রুমানা আহমেদদের। তবে ওয়ানডেতে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা।
একমাত্র ওয়ানডেতে দেখা গেল ভিন্ন চিত্র। দুর্দান্ত কামব্যাকে সফরকারীদের উড়িয়ে দিয়েছেন তারা। পাকিস্তান নারী দলকে ৬ উইকেটে হারিয়েছেন লাল সবুজ জার্সিধারীরা। সোমবার (৮ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগ্রেসরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন খাদিজা তুল কুবরা।
সোমবার (৮ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় পাকিস্তান। শুরুটা ভালো করে মাত্র ১ উইকেট হারিয়েই স্কোর বোর্ডে ৫০ রান তোলেন তারা। কিন্তু এরপর খাদিজার ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে পাকিস্তানের মেয়েরা। মাত্র ৯৪ রানেই অলআউট হয়ে যায় জাভেরিয়া খান বাহিনী। ৯.৫ ওভার বল করে ২০ রানের খরচায় ৬ উইকেট তুলে নেন খাদিজা।
খাদিজার ক্যারিয়ারের এটি প্রথম পাঁচ উইকেট। এছাড়া রুমানা আহমেদ ২, জাহানারা আলম ও লতা মন্ডল নেন ১টি করে উইকেট।
মাত্র ৯৫ রানের জবাবে খেলতে নেমে ৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় বাংলাদেশ। তবে ফারজানা হক ও অধিনায়ক রুমানা আহমেদের দৃঢ়তায় সেই বিপর্যয় সামাল দেয় জয় তুলে নেয় স্বাগতিকরা। ফারজানা করেন ৪৮ রান আর রুমানা করেছেন ৩৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান নারী দল: ৯৪/১০ (৩৪.৫ ওভার)।
আয়েশা ১৮, মুনিবা আলী ১৮, জাভিয়ারা ২৯।
খাদিজা ৬/২০, রুমানা ২/১৫।
বাংলাদেশ নারী দল: ৯৫/৪ জয়ী
ফারজানা ৪৮, রুমানা ৩৪।
সানা মির ২/২০, দিয়ানা ১/১৮।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: খাদিজা তুল কুবরা।