ক্যারিয়ারের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি গেইলের

399

স্পোর্টস ডেস্ক: নিজের ঘরোয়া দল জ্যামাইকার হয়ে লিস্ট ‘এ’ (৫০ ওভারের ম্যাচ) ক্যারিয়ারের শেষ ম্যাচটি সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে রাখলেন কিংবদন্তি ক্রিস গেইল। ক্যারিবীয় রিজিওনাল সুপার ৫০ ক্ল্যাশে কেনিংসটন ওভালে বার্বাডোজের মুখোমুখি হওয়া ম্যাচে জ্যামাইকার পক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। খেলেন ১২২ রানের ঝলমলে এক ইনিংস। ১১৪ বলে এই দানব ব্যাটসম্যান ১০টি চার ও ৮টি ছক্কায় নিজের ইনিংস সাজান।

গেইলের সেঞ্চুরির ওপর ভর করে তার দল জ্যামাইকাও ২২৫ রানের সম্মানজন স্কোর দাঁড় করায়। জ্যামাইকার ২২৬ রানের জবাবে ১৯৩ রানে গুটিয়ে যায় বার্বাডোজ। এতে ৩৩ রানে জয় পায় গেইলের দল।

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া গেইল এদিন ১০ ওভার বল করে মাত্র ৩১ রানে একটি উইকেটও তুলে নেন।

এর আগে ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘোষণা দেওয়ায় ম্যাচের শুরুতেই দু’দলের ক্রিকেটাররা তাকে গার্ড অব অর্নার প্রদর্শন করেন।

Leave A Reply

Your email address will not be published.