বার্সা শিবিরে ইনজুরি, ভ্যালেন্সিয়ার বিপক্ষে অনিশ্চিত সুয়ারেজ-পিকে
স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা শিবিরে হানা দিয়েছে ইনজুরি। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে টটেনহ্যামের বিপক্ষে ৪-২ গোলে জয় পেলেও ওই ম্যাচে বার্সার বেশ কয়েকজন খেলোয়াড় কড়া ট্যাকেলের শিকার হন। এদিকে, রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার থেকে অনুশীলন শুরু করে টিম বার্সা। তবে এই ম্যাচে সন্দেহ দেখা দিয়েছে লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জেরার্ড পিকেকে নিয়ে।
সেই ম্যাচে টটেনহ্যামের টার্গেটে ছিলেন লুইস সুয়ারেজ। বার বার তাকে কড়া ট্যাকেল করেছে টটেনহ্যামের রক্ষণভাগের খেলোয়াড়রা। ওই ম্যাচের পর হাঁটুতে অস্বস্তিবোধ করছেন সুয়ারেজ। এদিকে টটেনহ্যামের এরিক লামেলার কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হন সার্জিও বুসকেটস। সে কারণে কিছুটা উরুর সমস্যায় পড়েছেন তিনি। টটেনহ্যামের খেলোয়াড়দের কড়া ট্যাকেলের শিকার হওয়া আরেক বার্সা তারকা জেরার্ড পিকে। তিনিও ডান হাঁটুতে সমস্যা অনুভব করছেন।
তবে এসবের পরও শুক্রবার পরিপূর্ণ অনুশীলন করেছে বার্সা। যারা সমস্যার মধ্যে আছেন তাদের ব্যাক-আপ হিসেবে বার্সেলোনার ‘বি’ টিমের খেলোয়াড় ওরিওল বুসকেটসে দলে ডেকেছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।