প্রতিশোধের হামলায় ইরানকে সহযোগিতা করবে রাশিয়া

412

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলার ঘটনায় দেশটির পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এ ব্যাপারে ‘কড়া জবাব’ দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইরানে সামরিক বাহিনীর ওপর দুঃসাহসিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি অবিচল যুদ্ধ প্রয়োজন। আর এর জন্য তেহরানকে রাশিয়া আরও সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

এর আগে শনিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আহভাজে সামরিক কুচকাওয়াজ লক্ষ্য করে গুলি শুরু করেন বন্দুকধারীরা। এ ঘটনায় হামলাকারী চারজনসহ ২৯ জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হন। তাতে ইরানের প্রেসিডেন্ট রুহানিকে সমবেদনাও জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

এদিকে, এ ঘটনায় চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গিকার করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড।

Leave A Reply

Your email address will not be published.