ইরানকে আয়নার দিকে তাকানোর পরামর্শ যুক্তরাষ্ট্রের

370

আর্ন্তজাতিক ডেস্ক: সামরিক কুচকাওয়াজে হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তার আঞ্চলিক মিত্রদের দায়ী করেছে ইরান। তার জবাবে এবার ইরানকে আয়নার দিকে তাকানোর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত শনিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহবাজে চার বন্দুকধারীর গুলিতে ২৫ সেনা ও বেসামরিক সদস্য নিহত হন। নিহতদের মধ্যে চার বছরের একটি শিশুও আছে। দুটি জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও এর সপক্ষে তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, ‘ইরানের সমুদয় অর্থ সামরিক বাহিনীর পেছনে খরচ করা হয়। দীর্ঘ সময় ধরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জনগণকে শোষণ করে আসছেন। আহবাজে কারা হামলা চালিয়েছে তা জানার জন্য রুহানির উচিত নিজের ঘাঁটিতেই নজর দেয়া। যাকে ইচ্ছা তাকে তিনি দোষারোপ করতে পারেন। কিন্তু তার উচিত আয়নার দিকে তাকানো।’ সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.