ফিলিস্তিনিদের ৮ দিনের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ!

371

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের আট দিনের মধ্যে ‘খান আল-আহমার’ নামে একটি গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। ইসরাইল দখলীকৃত দেশটির পশ্চিম তীরে ওই গ্রামটি ৮ দিন পর ভূমিসাৎ করে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইসরাইল।কয়েক সপ্তাহ আগে গ্রামটি ভূমিসাৎ করে দেওয়ার বিপক্ষে করা এক আপিল ইসরাইলের সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর রবিবার গ্রামটি ছাড়ার এই নির্দেশ দেয় ইসরাইল।

গ্রামটি ভেঙে ওই গ্রামবাসীদের অন্যত্র পাঠাতে চাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তাছাড়া, ওই গ্রামটি ধ্বংস না করার জন্য জার্মানি, ব্রিটেন, ইটালি ও স্পেন ইসরাইলকে আহবান জানিয়ে আসছে। এদিকে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের রায় মেনে ১ অক্টোবরের মধ্যে ‘খান আল-আহমারের’ বাসিন্দাদের সকল স্থাপনা ধ্বংস করে দিতে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.