রোনালদোর প্রেমে ইতালিয়ান সাঁতারকন্যার হাবুডুবু

396

স্পোর্টস ডেস্ক: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এরই মধ্যে পর্তুগিজ এই সুপারস্টারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ফ্রেডেরিকা পেলেগ্রিনি নামের এক রমণী।

ফ্রেডেরিকা জুভেন্টাসের অন্ধ সমর্থক। সুযোগ বুঝে তাই নিজের ভালোবাসাটা প্রকাশ করলেন প্রকাশ্যেই। ফ্রেডেরিকা স্পষ্ট বলেছেন, ‘যদি ক্রিশ্চিয়ানো আমাকে ডিনারে আমন্ত্রণ জানায়, সঙ্গে সঙ্গেই আমি হ্যাঁ বলে দেব। এমনকি, সে যদি বাগদানও সেরে ফেলে বা সে যদি বিবাহিতও হয় এবং সন্তানও থাকে, তাতেও কোনো সমস্যা নেই। আমি সানন্দেই তার আমন্ত্রণ গ্রহণ করব।’

ফ্রেডেরিকা নিজে থেকে রোনালদোর কাছে ডিনারের আমন্ত্রণ চেয়েছেন। কেউ কেউ আবার বলছেন, ডিনার চাওয়ার মাধ্যমে ফ্রেডেরিকা প্রকারান্তরে নিজের ভালোবাসার প্রস্তাবটাই দিয়ে ফেলেছেন রোনালদোকে।

তবে ঘটনা এথানেই শেষ নয়! ফ্রেডেরিকা ইতালির ইতিহাসের সেরা নারী সাঁতারু। বিশ্বের অন্যতম সেরা। ২০০ ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব রেকর্ডধারী। ইতালির ইতিহাসে একমাত্র তিনিই একাধিক ইভেন্টের বিশ্ব রেকর্ডধারী। ইতিহাসের একমাত্র সাঁতারু হিসেবে টানা সাতটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন তিনি। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে সোনার পদক জিতেছেন ১৩টি।

Leave A Reply

Your email address will not be published.